সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসপিয়া খাতুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা–আশাশুনি সড়কের আলিয়া মাদ্রাসার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কিশোরী পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কিশোরীর মামা মহসিন আলী জানান, বৃহস্পতিবার বিকালে পরিবারের লোকজনের সাথে ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মাহফিল শুনতে গিয়েছিল আশপিয়া।
শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।
বিএইচ