উজানের ঢল আর টানা বৃষ্টিতে কুড়িগ্রামের সব কয়েকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে গত ২৪ ঘন্টায় বিপদসীমার ৫২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে উপজেলার প্রায়৫০হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চল, দ্বীপচর ও নদের তীরবর্তী এলাকার মানুষজন পড়েছেন বিপাকে।
পানিবন্দীরা ছুটছেন বাঁধের ধারে আশ্রয় নেয়ার জন্য। এদিকে খাদ্য,প্রয়োজনীয় ওষুধ সহ গবাদিপশুর গো-খাদ্যের চরম সংকটে রয়েছেন বলে জানিয়েছেন পানিবন্দী লোকজন। তবে প্রয়োজনীয় খাবার মজুদ রয়েছে, ইতিমধ্যে বানভাসী মানুষদের মাঝে খাবার বিতরণ করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় পানি ১১ সেমি. বৃদ্ধি পেয়ে দুপুর ১২ পর্যন্ত বিপদসীমার ৫২ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও দু’একদিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানায় পাউবো। এদিকে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় সব এলাকা পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার আশপাশের এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এই পানি বৃদ্ধির ফলে উপজেলার ২৭’শ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পাটের ক্ষতি বেশি হয়েছে বলে জানায় উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাশ। শুধু তাই নয় লোকসানে পড়েছেন মৎস্য চাষীরা। পানি বাড়ায় উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রয়েছে বলে জানা গেছে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে প্রায় সকলেই পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা পানিবন্দীদের খোঁজ খবর নিচ্ছি সবসময়। বর্ন্যাতদের বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
সার্বক্ষণিক পানিবন্দীদের খোঁজ নেয়া হচ্ছে, ইতিমধ্যে দেড় লক্ষ টাকা ও ৩০ মে.টন চাল বরাদ্দ পেয়েছে যা ইউনিয়ন পরিষদের মাধ্যমের বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। তিনি আরও বলেন, এই বন্যা কালীন সময়ে শিশু, বয়স্ক নারী ও পুরুষদের নিরাপদ স্থানে নিয়ে রাখতে হবে। ছোট ছেলে মেয়েদের সবসময় চোখে চোখে রাখতে হবে । যাতে কোন প্রকার দূর্ঘটনায় কেউ না পরে।