কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ৩ দিন পর ব্রীজ সংলগ্ন পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার। এলাকায় শোকের সাথে চলছে আলোচনার ঝড়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়াড়পাড় এলাকার মৃত শহর আলীর পুত্র সোলজার হোসেন ( সোলদার) (৫৫), বুধবার বাজারে গেলে আরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করার পর মাইকিং করে কিন্তু তার খোঁজ মেলে না বলে জানান স্থানীয় চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম।
মাইকিং এর পাশপাশি খোঁজ অব্যাহত রাখে পরিবারের লোকজন। এরই মধ্যে শুক্রবার সকালে কয়াড় ব্রীজ সংলগ্ন পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার হলে পরিবারের লোকজন ও এলাকাবাসী সোলজার হোসেনের লাশ বলে সনাক্ত করেন। ঘটনার সত্যত্বা স্বীকার করে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, গত তিনদিন আগে বুধবার তিনি বাড়ি থেকে স্থানীয় বাজার ফকিরের হাট যায় এবং আর বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন ভাবে খোঁজ নেন কিন্তু তার খোঁজ মেলে না, পরে শুক্রবার সকালে কয়াড় ব্রীজ সংলগ্ন মজিবর এর পুকুরে তার লাশ পাওয়া যায়।
তিনি আরো জানান, সোলজার হোসেন মৃগী রোগী ছিলেন তাই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোগের কারনে পানিতে পরে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, পরিবারের লোকজন জানিয়েছে তিনি মৃগী রোগী ছিলেন এর আগেও কয়েকবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল এবং কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। সোলজার হেসেনের এধরনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি চলছে নানা আলোচনা।