Top
সর্বশেষ

খানসামায় কৃষককে প্রণোদনা প্রদান

২৬ জুন, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
খানসামায় কৃষককে প্রণোদনা প্রদান
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

২০২১-২২ অর্থবছরে খরিপ/ ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধি ও রোপা আমন ধানের উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৪৬০ জন কৃষকের মাঝে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির , অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও তালিকাভুক্ত কৃষকগণ।

উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় খানসামা উপজেলার ১৬০ জন কৃষককে পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি ও পরিচর্যা বাবদ ২৮০০ টাকা করে এবং ৩০০ জন কৃষককে উফসী আমন বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০কেজি করে প্রদান করা হবে।

শেয়ার