Top
সর্বশেষ

রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার দিবস পালন

২৬ জুন, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার দিবস পালন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

মাদক সেবন রোধ করি সুস্থ সুন্দর জীবন গড়ি এই শ্লোগান সামনে রেখে রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসপালন করা হয়েছে। দিবষটি উপলক্ষে রোববার সকালে নগরীতে র‌্যালি বের করা হয়।

রংপুর জেলা প্রশাসন ও রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ আয়োজনে রংপুর স্কাউট ভবনের সামন থেকে র‌্যালীটি বের করে।

র‌্যালি শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালাক মনোয়ারুল কাদের মাসুম, স্বপ্ন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক গুলশান আরা ইয়াছমিন, লাইট হাউজের ম্যানেজার সাহাবুল ইসলাম. সুস্থ্য জীবনের পরিচালক রাসেদুল ইসলাম, রিংকু সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে মাদক বিষয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

 

শেয়ার