২০২১-২২ অর্থবছরে খরিপ/ ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধি ও রোপা আমন ধানের উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২৭ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৭২০ জন কৃষকের মাঝে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
এই কর্মসূচীর আওতায় চিরিরবন্দর উপজেলার ৮০ জন কৃষককে পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি ও পরিচর্যা বাবদ ২৮০০ টাকা করে এবং ৬৪০ জন কৃষককে উফসী আমন বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ জোহরা সুলতানাসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও তালিকাভুক্ত কৃষকগণ প্রমূখ।