Top

উপহারের ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান হবে ‘পদ্মায়’

২০ জানুয়ারি, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
উপহারের ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান হবে ‘পদ্মায়’

ভারত থেকে পাঠানো ২০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন (কোভিশিল্ড) বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করা হবে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত ভিক্রম দোরাইস্বামী টিকা হস্তান্তর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সকাল ১১টার দিকে বিমানবন্দরে টিকা আসবে। পরে দুপুরে পদ্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভারত থেকে ৩৫ লাখ ভ্যাকসিন আসবে। এর মধ্যে উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন এবং বেক্সিমকো যে চুক্তি করেছে তার প্রথম চালান হিসাবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।

আব্দুল মোমেন জানান, টিকা আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

শেয়ার