Top
সর্বশেষ

ভোলায় ২৩ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

১৭ জুলাই, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
ভোলায় ২৩ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংস সহ ফয়েজ (৪০) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার সন্ধার দিকে শহীদ সেরনিয়াবাত নামের একটি সি-ট্রাকে অভিযান চালিয়ে এ হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। আটক ফয়েজ উপজেলার কাজিকান্দি গ্রামের কুট্টিমিয়ার ছেলে।

শনিবার কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মনপুরা-তজুমদ্দিন রুটে চলাচলকারি শহীদ সেরনিয়াবাত নামে একটি সি-ট্রাকে অভিযান চালায়। এ সময় সি-ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৪ শত গ্রাম হরিণের মাংস সহ ফয়েজ নামের এক যুবকে আটক করা হয়।

তার বিরুদ্ধে তজুমদ্দিন থানায় বণ্য প্রাণী সংরক্ষণ ও নিধন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার