Top
সর্বশেষ

উচ্ছেদ অভিযানে ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

২১ জানুয়ারি, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
উচ্ছেদ অভিযানে ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। অভিযানে স্থানীয় ব্যক্তিরা বাধা দিলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর মিরপুরের ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ডিএনসিসির নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে।

সকাল সাড়ে ১০ টার দিকে সড়কের একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয় ব্যক্তিরা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর ডিএনসিসির কর্মকর্তারা পিছু হটেন। কিছুক্ষণ পর কয়েক শ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতা–কর্মীসহ ডিএনসিসি ফের উচ্ছেদের প্রস্তুতি নেয়। তবে স্থানীয় বিহারিদের সঙ্গে নেতা–কার্মীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

সর্বশেষ বেলা সোয়া ১১ টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। অভিযান চালাতে গিয়ে বারবার পিছু হঠছেন সিটি করপোরেশনের লোকজন। রাস্তার দুই পাশের বাসাবাড়ি থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে।

স্থানীয় সাংসদ আসলামুল হকও এ সময় ঘটনাস্থলে আসেন।

শেয়ার