Top

করোনায় যুক্তরাষ্ট্রের তালিকায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ

২৬ জুলাই, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
করোনায় যুক্তরাষ্ট্রের তালিকায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আরও পাঁচটি দেশে নতুন করে এ সতর্কতা দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

ভ্রমণ গন্তব্য হিসেবে কভিডের কারণে উচ্চ ঝুঁকিতে আছে এমন দেশগুলোর একটি তালিকা রেখেছে যুক্তরাষ্ট্র। সোমবার সেই তালিকায় এই ছয়টি দেশকে যুক্ত করা হয়। সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই তালিকা থেকে পর্যায়ক্রমে বাদও দেওয়া হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত হওয়া বাকি পাঁচটি দেশ হল, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল ৩ ক্যাটাগরি অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করে সিডিসি। সোমবার পর্যন্ত সিডিসির লেভেল ৩ ক্যাটাগরিতে ১২০টিরও বেশি দেশের নাম যুক্ত হয়েছে।

ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যও রয়েছে সিডিসির উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায়।

 

বিপি/ আইএইচ

 

শেয়ার