Top
সর্বশেষ

সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে চার পাক সেনার মৃত্যু

০৮ নভেম্বর, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ
সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে চার পাক সেনার মৃত্যু

পাকিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে চার সেনার মৃত্যু হয়েছে। আফগানিস্তানের সীমান্ত ঘেষা দক্ষিণ ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে। পাকিস্তানের এই জনজাতি-প্রধান অঞ্চলের দুইদিকেই সীমান্ত আছে বলে তা সন্ত্রাসবাদীদের নিরাপদ বিচরণক্ষেত্র বলে পরিচিত।

এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে উত্তরপশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়।

দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হলে চারজন সেনার মৃত্য হয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, চার সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে।

গতমাসে আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসবাদীদের আক্রমণে ১০ জন সেনার মৃত্যু হয়েছিল। সেই আক্রমণের দায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি) নিয়েছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের পশ্চিম দিকে সন্ত্রাসীরা সক্রিয় হয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে তালেবানরা সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে পারছে না।

টিটিপি সমানে পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে। গতবছর সরকারের সঙ্গে সংঘর্ষবিরতির সমঝোতা থেকে তারা বেরিয়ে আসে। তাদের অভিযোগ ছিল, সরকার এই চুক্তিভঙ্গ করেছে। তারপর তাদের আক্রমণ অনেক বেড়ে গেছে।

এনজে

শেয়ার