বগুড়া প্রতিনিধি :
বগুড়া ফতেহ আলী বাজারে চিংড়িতে জেলি মেশানোয় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার এক ক্রেতার কাছ থেকে অভিযোগ পেয়ে এ অভিযান চালান অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা মৎস্য অফিস ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল আলম রিজভী জানান, ফতেহ আলী বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় শাকিল মাছ ঘরে জেলিযুক্ত চিংড়ি পাওয়া যায়। এই অপরাধে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।