Top

মুজিব বর্ষে কুড়িগ্রামে ১ হাজার ৫৪৯ গৃহহীন পরিবার ঘর পাবে

২১ জানুয়ারি, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
মুজিব বর্ষে কুড়িগ্রামে ১ হাজার ৫৪৯ গৃহহীন পরিবার ঘর পাবে
কুড়িগ্রাম প্রতিনিধি :

মুজিববর্ষ উপলক্ষে আগামি ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গণমাধ্যমকর্মীদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফিখান, মমিনুল ইসলাম মঞ্জু,শফিকুল ইসলাম বেবু, হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

জেলা প্রশাসক জানান, কুড়িগ্রামের ৯ টি উপজেলায় ১৫৪৯ টি ঘর বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দুই শতাংশ জমির উপর আধাপাকা টিনসেড সম্বলিত ঘর নির্মাণ করা হয়েছে।এছাড়াও জমির কাগজপত্রাদিসহ গৃহহীনদের বুঝিয়ে দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার