Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

আদালতের জব্দকৃত নকল সার সরিয়ে ফেলায় ২০ হাজার টাকা জরিমানা

২২ জানুয়ারি, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
আদালতের জব্দকৃত নকল সার সরিয়ে ফেলায় ২০ হাজার টাকা জরিমানা
যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছায় গোডাউন থেকে কৃষি বিভাগ কর্তৃক জব্দকৃত ৫ হাজার কেজি নকল দস্তা সার সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌরসভার ৩ নং ওয়ার্ডের মেজবাহ ট্রেডার্সের সত্বাধিকারী আশিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিনসহ পুলিশ ও আনছার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, গত ১৮ জানুয়ারি চৌগাছা বাজারে অভিযান চালিয়ে মেসার্স অপু ট্রেডার্সে থাকা ১শ ৫০ কেজি নকল দস্তা সার ধ্বংস করা হয়।

এ সময় নকল সন্দেহে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর আওতায় দামোদর বটতলার মেসার্স মেজবাহ ট্রেডার্সের গুদামে থাকা ৫ হাজার কেজি দস্তা সার এবং শহরের কামাল এন্টার প্রাইজে থাকা ৫ হাজার কেজি দস্তা সার আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বিক্রি বন্ধ রাখতে বলা হয়। এ সময়ে ওই সার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে সিদ্ধান্ত দেয়া হয়। ল্যাবে পরীক্ষার পর এই সার বিক্রি বা ধ্বংসের সিদ্ধান্ত দেয়া হবে বলে তাদের নির্দেশনা দেয়া হয়। ২০ জানুয়ারী বুধবার উপ-সহকারী কৃষি কর্মকর্তা গিয়ে দেখতে পান মেসার্স মেজবার ট্রেডার্সের সত্বাধিকারী ল্যাব টেস্টের রেজাল্ট আসার আগেই ওই সার তার গুদাম থেকে সরিয়ে ফেলেছেন। যা সার ব্যবস্থাপনা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

এর প্রেক্ষিতে ২১ জানুয়ারী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক বলেন, অনিয়মের মাধ্যমে ভেজাল ও নকল সার উৎপাদন ও বিক্রি করে যারা দেশের কৃষক ও জনগনের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অপরাধীরা কোন ভাবেই ছাড় পাবে না।

শেয়ার