Top

কুমিল্লায় বাজারের নৈশ প্রহরীকে হত্যা

২২ জানুয়ারি, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
কুমিল্লায় বাজারের নৈশ প্রহরীকে হত্যা
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষীপুর ইউনিয়নে রাতের আঁধারে নৈশ প্রহরী আবুল হাশেমকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে। তিনি ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের দোকানি বাড়ির বাসিন্দা। হত্যার বিষয়টি বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২জানুয়ারি) মধ্যরাতে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানায়, নিহত আবুল হাশেম এলাকার নলুয়া চাঁদপুর বাজার বাস স্ট্যান্ডে বহুদিন যাবত নৈশ প্রহরী পদে দায়িত্ব পালন করছেন।

বাজারের অন্য নৈশপ্রহরী সরুজ মিয়ার ছেলে বাবুল মিয়া জানান, ঘটনার পর থেকে আমার বাবা ষ্টোকের মত পড়ে আছেন। এখন তিনি কথা বলতে পারেন না। আমার বাবা বলেছেন, বাবুল মিয়া আবুল হাশেম কাকা ও আমার বাবার সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে, বাবুল মিয়া আবুল হাশেম কাকার বুকে ঘুষি মারলে তিনি মরে যামু, মরে যামু বলে মাটিতে পড়ে যান। কয়েক মিনিট পর তিনি মৃত্যু বরণ করেন।

নিহত আবুল হাশেমের স্ত্রী মালেকা বানু জানান, আমি মামলা করতে যাচ্ছি। আমি দেশ ও দশের কাছে আমার স্বামী হত্যা বিচার চাই। আমার ছেলে-মেয়েরে যে এতিম করল। তার বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাই।

বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, নলুয়া চাঁদপুর বাজারের নাইট গার্ড আবুল হাশেম ও তার সহযোগী রাত আনুমানিক ১২টার দিকে বাজারে আগুন পোহাচ্ছিলেন। তখন বাজারে পাশের বাড়ির বাবুল মিয়াকে বাজারে দেখেন নাইট গার্ড আবুল হাশেম। এক পর্যায়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে হঠাৎ আবুল হাশেম মাটিতে পড়ে যান বলে আমরা জানতে পেরেছি। আমরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন মামলা জমা হয়নি। কিন্তু ময়নাতদন্তের পর আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার