Top

মুজিব বর্ষে মাগুরায় গৃহহীনদের জন্য নবনির্মিত ঘর হস্তান্তর

২৩ জানুয়ারি, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
মুজিব বর্ষে মাগুরায় গৃহহীনদের জন্য নবনির্মিত ঘর হস্তান্তর
মাগুরা প্রতিনিধি :

মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া জমি ও ঘর হস্তান্তর করেছেন মাগুরার সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে নব নির্মিত ঘর হস্তান্তর কর্মসূচির উদ্ভোধন করেন।

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্টানে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগী সদস্যরা অংশ গ্রহন করেন।

মুজিব বর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন ২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মাগুরায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১১৫ টি ঘর নির্মান করা হয়েছে। এক লাখ একাত্তর হাজার টাকা ব্যায়ে ২ কক্ষ বিশিষ্ঠ আধা পাকা রঙ্গীন টিনের ঘর, ১ টি রান্না ঘর ও ১ টি শৌচাগার নির্মান করা হয়েছে। মাগুরা জেলায় ১১৫ টি ঘরের মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৫ টি, শ্রীপুর উপজেলায় ২০ টি, মহাম্মদপুর উপজেলায় ৩০ টি ও শালিখায় ৫০ টি ঘর নির্মান করা হয়েছে। এর ফলে মাগুরা জেলায় ১১৫ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার উপকৃত হয়েছে।

শেয়ার