Top

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

১৮ আগস্ট, ২০২২ ১:০২ অপরাহ্ণ
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিরন নেছা (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। সে মহম্মদপুর উপজেলার চালিমিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী। তাকে বাঁচাতে গিয়ে স্বামী ইসমাইল (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জাকিরন নেছা নিজ ঘরে শুকনো পাট গোছানোর কাজ করছিলেন। এ সময় ঘরে থাকা বিদ্যুতের একটি ঝুলন্ত তার অসর্তকতা অবস্থায় ছিড়ে পাশে থাকা টিনের বাক্সের উপর গিয়ে পড়ে। এ অবস্থায় বাক্সটি তিনি স্পর্শ করলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তার চিৎকার শুনে স্বামী ইসমাইল তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা গৃহবধূ জাকিরনকে মৃত ঘোষণা করেন।তার স্বামী ইসমাইলকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান।

শেয়ার