মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামে অবস্থিত কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী নাজমুল হোসেন (৪৫) এর বিরুদ্ধে ছাত্রীর মাকে উত্তাক্ত ও ইভটিজিং এর অভিযোগে মাগুরা থানায় মামলা হয়েছে |
ছাত্রীর মা সোনালী আক্তার সাথী (৩৭) জানা তার স্বামী মারা যাওয়ার পরে দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি বাঁকা হরিশপুর গ্রামে চলে আসায় ছোট মেয়েকে স্থানীয় কুল্লিয়া স্কুলে নবম শ্রেণীতে ভর্তি করেন। কিছুদিন পরে কুল্লিয়া স্কুলের কেরানি নাজমুল কৌশলে তার মেয়ের কাছ থেকে অভিভাবক হিসেবে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে | প্রথম অবস্থায় সে ফোন দিয়ে তার মেয়ের খোঁজ খবর নিতো কিন্তু কিছুদিন পরে সে নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকে তাকে।, এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় তাকে। | এলাকাবাসী ও আত্মীয়স্বজনদের কাছ থেকে জানা যায়, নাজমুল বিবাহিত, তার স্ত্রী পার্শবর্তী নতুনগ্রাম প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষিকা ও তার দুইটি কন্যা সন্তান রয়েছে, এক মেয়ে অনার্স পড়ে |
অভিযোগকারী সোনালী আক্তার সাথী জানান, বখাটে নাজমুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে তাকে ও তার মেয়েকে অ্যাসিড ছুড়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি ও ভয় দেখাচ্ছে এবং মেয়েকে কোনো ভাবেই পরীক্ষা দিতে দেবে না এবং পরীক্ষায় পাশও করতে দেবে না, এমনকি তাকে না পেলে সে আত্মহত্যা করবে বলে ব্ল্যাকমেইল করা শুরু করেছে | বর্তমানে সাথী আক্তার মেয়ে নিয়ে চরম আতংকের মধ্যে দিনযাপন করছেন | এরই মাঝে নাজমুল সারা গ্রামে ছড়িয়ে দিয়েছে সোনালীর সাথে তার ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে, যার ফলে সাথির স্কুল পড়ুয়া মেয়ে লজ্জায় বান্ধবীদের কাছে মুখ দেখতে পারছে না ও যার ফলে স্কুলে যাওয়া একরকম বন্ধ করে দিয়েছে |
এ বিষয় নিয়ে ১৯ আগস্ট শুক্রবার মাগুরা সদর থানায় একটি মামলা রুজু। হয়েছে, এব্যাপারে মাগুরা সদর থানার ওসি নাসির হোসেন জানান ” ব্যাপারটি আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি, তদন্তের কাজ চলছে, অবিলম্বে আসামী গ্রেফতারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে |”