Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

ফরিদগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

২৪ জানুয়ারি, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা
চাঁদপুর সংবাদদাতা :

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভিপি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রষিদ সাগর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, যুবলীগের হাজী সফিকুর রহমান।

আরো বক্তব্য রাখেন, পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক জসীম উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমুন অনি, যুবমহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক রাজিব মজুমদার, রবিউল হোসেন, ছাত্রলীগ নেতা আরেফিন শুভ, দপ্তর সম্পাদক শরীফ মৃধা, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ছাত্রলীগের প্রতিটি কর্মী অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে এবং উপজেলা আওয়ামীলী ও পৌর সভা আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ সব সময় পাশে থাকবে।

শেয়ার