Top

চাঁদপুর পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে সচেতনতা

২৭ নভেম্বর, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
চাঁদপুর পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে সচেতনতা

পাসপোর্ট প্রতি অতিরিক্ত টাকা, গোপন কোড ব্যবহারসহ চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ ও গ্রাহকদের সচেতন করলো স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খানের নেতৃত্বে নেতাকর্মীরা গ্রাহকদের সাথে কথা বলেন ও তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে অফিসের কর্মকর্তা, আনসার এবং অফিসের বাহিরের দোকানদারদের কে সর্তক করেন।

এছাড়াও দালালদের সাথে কোনো ধরনের লেনদেন না করার জন্য গ্রাহকদের সচেতন করা হয়। এসময় মতলব দক্ষিণ উপজেলার মো. মিরাজের পাসপোর্ট করতে অতিরিক্ত ২ হাজার টাকা ফেরত দেয় দালাল চক্র।

পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মামুন খান জানান, দীর্ঘদিন ধরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সামনে দালালরা কম্পিউটারের দোকান দিয়ে পাসপোর্ট করে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে পাসপোর্ট অফিসের নামে ৯ থেকে ১৫ হাজার টাকা চুক্তি করে। এতে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশে দালাল চক্রের দৌরত্ম্য বন্ধে দোকানে দোকানে গিয়ে নির্দেশনা দেয়া হয়। দালালদের সাথে কোন ধরনের লেনদেন না করার জন্য গ্রাহকদের সচেতন করা হয়।

পাসপোর্ট করতে আসা মো. মিরাজ জানায়, আমি পাসপোর্টেরর আবেদনের জন্য কম্পিটারের দোকানে যাই। দোকানদার আমাকে কোন ধরনের হয়রানি করা হবে না বলে অতিরিক্ত ২ হাজার টাকা নেয়। পরে ছাত্রদল নেতা মামুন এর সহায়তায় দোকানদার ২ হাজার টাকা ফিরিয়ে দেন। পরবর্তীতে অতিরিক্ত টাকা ছাড়া আমি পাসপোর্টের কাজ সম্পন্ন করেছি।

সচেতনতা কার্যক্রমে পৌর স্বেচ্ছাসেবক দলের কাউছার আহম্মেদ, জেলা ছাত্রদল নেতা মিশু, শাকিল আহমেদ, সুজন, রুবেল, আনোয়ার, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মহন মুন্সী, সানি, জিয়া, মেহেরাজ, মামুন, রায়হান, জনি, রিয়াদ সহযোগিতা করেন।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান জানান, আমার এরিয়ার মধ্যে দালালদের কোন দৌরাত্ম্য নেই। কেউ যদি অফিসের বাহিরে দালালের প্রতারণার শিকার হয় তার দায়ভার আমার নয়। দালাল নির্মূলে সবসময় আমরা প্রশাসনকে অবহিত করে থাকি। যে কোন প্রয়োজনে গ্রাহকরা আমার কাছে চলে আসবেন, আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে। দালাল নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।

এম জি

শেয়ার