Top

মাগুরায় তথ্য বিভাগ আয়োজিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
মাগুরায় তথ্য বিভাগ আয়োজিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

সমৃদ্ধির অগ্রযাত্রায় গ্রামীন জনগোষ্টির জীবন যাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উন্নয়ন উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে সরকারের সাফল্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, গুজব, দেশবিরোধী অপপ্রচার ও বাল্যবিবাহরোধ কর্মসূচি বিষয়ে আজ দুপুরে মাগুরা জেলার শালিখা উপজেলা মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শির্ষক প্রচার কার্যক্রমের আওতায় অর্জন ও কর্মসূচি এবং এসডিজি রুপকল্প ২০২১ ও ২০৪১ বিগত ১০ বছরে বর্তমান সরকারের সাফল্য অর্জন সাধারন জনগনকে অবহিত করন বিষয়ে মাগুরা জেলা তথ্য বিভাগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, শালিখা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, শালিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে, মাগুরা জেলা তথ্য অফিসার রেজাউল করিম ও স্থানীয় নেতৃবৃন্দ।

শালিখা উপজেলার বিভিন্ন এলাকার ছাত্রী, ছাত্রীর মা ও অবিভাবগন এ সমাবেশে অংশগ্রহন করেন। বক্তাগন প্রধানমন্ত্রীর গৃহীত আমার বাড়ি, আমার খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ শুরক্ষা বিষয়ে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি ও সফলতার চিত্র জনসম্মুক্ষে তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার