Top

সামেক ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

২৫ জানুয়ারি, ২০২১ ১:০১ অপরাহ্ণ
সামেক ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রবিবার(২৪ জানুয়ারি) হাসপাতালের রোগীরা ডাস্টবিনের মধ্যে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে হাসপাতাল কতৃপক্ষকে জানায়। হাসপাতাল কতৃপক্ষ সেসময় নবজাতককে উদ্ধার করে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: কুদরত-ই-খুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

নবজাতকটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছে।

এদিকে, নবজাতক উদ্ধারের পর কর্তব্যরত সেবিকারা শিশুটিকে চিনতে পারে। সম্প্রতি ৫ দিনের নবজাতকটিকে নিয়ে তার মা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শিশুটির নাম না দিলেও নিজের নাম দেয় হীরা (৩০)। ঠিকানা দেয় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রাম। ধারণা করা হচ্ছে ওই মা হাসপাতাল ত্যাগ করার সময় ডাস্টবিনে শিশুটিকে ফেলে দেয়।

সামেক তত্ত্বাবধায়ক ডা: কুদরত-ই-খুদা আরো জানান, শিশুটি প্রিম্যাচিউড (অপুষ্ট) নবজাতক। তবে বর্তমানে শিশুটি হাসপাতালে ভাল আছে। নবজাতকটি পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসক ও সদর থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার