Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

জাপোরিঝিয়ায় ফের হামলা চালিয়েছে রাশিয়া

২৭ অক্টোবর, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
জাপোরিঝিয়ায় ফের হামলা চালিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল জাপোরিঝিয়া শহরের উপকণ্ঠে একটি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় ওই এলাকায় বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জাপোরিঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার স্টারুখ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রুশ হামলার ফলে সেখানে আগুন লেগে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শত্রুপক্ষ রাতারাতি জাপোরিঝিয়া শহরের উপকণ্ঠে আক্রমণ করেছিল।

প্রাথমিক তথ্যে জানা গেছে, তিন ধাপে রকেট হামলা ছিল। এতে সেখানকার আবাসস্থলগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টারুখ বলেন, একটি ভবনে আগুন লেগেছে, যা রাজ্য জরুরি পরিষেবা সংস্থা সময়মতো নিভিয়ে ফেলেছে। এ হামলায় ১০টি আবাসিক ভবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১০টির বেশি বাড়ির ছাদ, দরজা ও জানালা ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকার সড়কে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে।

রাশিয়ার ইউক্রেনব্যাপী ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। বিশেষ করে দেশটির বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যাতে ইউক্রেন শীতকালে বিপদে পড়ে যায়। তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের সাবস্টেশন, ট্রান্সফরমার এবং পাইপলাইনগুলেকে আঘাত করার মাধ্যমে, রুশ বাহিনী সরাসরি ইউক্রেনীয়দের বিদ্যুৎ, জল ও ইন্টারনেট বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে।

মঙ্গলবার ইইউ কমিশনের প্রেসিডেন্ট রাশিয়ার হামলাকে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছেন।

শেয়ার