ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন মিন্টু (৩২) ও হাসান (৩০)। আহত হয়েছেন আরও দুইজন।
১২ নভেম্বর শনিবার রাতে ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। আর হাসান আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, একটি মোটরসাইকেলে ৩জন যুবক পাটিয়াডাঙ্গীর দিক হতে ফারাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ফারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছলে চালক বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে বাইকের তিনজনই গুরুতর আহত হন। আহত হন এক পথচারীও। খবর পেয়ে বাইকের আরোহী তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।