Top

মাগুরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্থ

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
মাগুরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্থ
মাগুরা প্রতিনিধি :

ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মাগুরা জেলার জনজীবন। প্রয়োজন ছাড়া লোকজন খুব একটা বাড়ির বাইরে যেতে পারছে না। ঠান্ডাজনিত রোগও দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

গত কয়েকদিন ধরে জেলার চার উপজেলায় ঠান্ডা বাতাস আর কুয়াশা বয়ে যাচ্ছে। এ অবস্থায় শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে। গরম কাপড়ের দোকানগুলোতেও ভিড় বেড়েছে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গ্রাম্য বাজারে লোকজনের চলাচল অনেকটা কমে গেছে তবে গত দু’দিন থেকে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে গেছে।

এলাকার বেশিরভাগই খেটে খাওয়া মানুষ শীতে একরকম ঘরবন্দি হয়ে পড়েছেন। প্রায় বাড়িতেই গরম কাপড়ের অভাব। সরকারিভাবেও শীতবস্ত্র দেওয়া হচ্ছে যা তা নিম্ন মানের। এলাকার মানুষ বাধ্য হয়ে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তারা জানায় পরিবারের সকলেই শীতে কষ্টে আছে। আমরা খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।

কৃষকরা জানান, এখন বোরো মৌসুম। শীত বেড়ে যাওয়ায় বীজতলা তৈরি ও জমি চাষাবাদ করতে বেগ পেতে হচ্ছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগও বাড়ছে। মাগুরা টার্মিনালের ড্রাইভাররা জানান, ঘন কুয়াশার কারণে গাড়িতে হেডলাইট জ্বালিয়ে খুব ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছ। চিকিৎসকরা জানান,, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে অনেকে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে এর মধ্যে শিশু ও বয়স্ক মানুষ বেশি।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল এসেছে যা বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক ড, আশরাফুল আলম জানান, উপজেলা প্রশাসন  এ পর্যন্ত জেলায় ১৯ হাজার কম্বল ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান দরিদ্র জনগোষ্ঠির মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে।

শেয়ার