Top

মাগুরায় টিকাদান প্রশিক্ষণ শুরু

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
মাগুরায় টিকাদান প্রশিক্ষণ শুরু
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ২০২১ বাস্তবায়নে স্বাস্থ্য কর্মীদের ২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ আয়োজিত ২ দিনের এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান ২ দিনের এই প্রশিক্ষণ শিবির উদ্ধোধন করেন। মাগুরা জেলার বিভিন্ন স্থানের ২২ জন স্বাস্থ্য কর্মী ও ৪৪ জন স্বেচ্ছা সেবক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেছেন।

আগামী ০৭ ফের্রুয়ারী থেকে মাগুরায় কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান শুরু করা হবে। মাগুরা জেলায় প্রথম পর্যায়ে ২৪ হাজার ডোজ টিকা প্রদান করা হবে। মাগুরা জেলায় আগামী ০৭ ফের্রুয়ারী তারিখে জেলার বিভিন্ন স্থানে ১১ টি বুথে এই টিকা প্রদান করা হবে। কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্ স্বাস্থ্য বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

শেয়ার