Top

সিলেটের সেই বাঘ কুমিল্লা চিড়িয়াখানা থেকেও পালিয়েছে!

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
সিলেটের সেই বাঘ কুমিল্লা চিড়িয়াখানা থেকেও পালিয়েছে!
কুমিল্লা প্রতিনিধি :

সিলেট থেকে ট্রলারে আসা সেই মেছো বাঘ কুমিল্লা চিড়িয়াখানা থেকেও পালিয়েছে। চিড়িয়াখানার খাঁচা থেকে মোছো বাঘ পালিয়ে যাওয়ায় আবারও হতাশ দর্শনার্থীরা। নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। জেলা পরিষদ বলছে, জনবল ও অর্থসংকটের কারণে নানা চিড়িয়াখানার নানা সীমাবদ্ধতা রয়েছে।

সূত্রমতে, গত ২৩ জানুয়ারি মেঘনা উপজেলার প্রশাসনের নিকট মেছো বাঘটি হস্তান্তর করেন স্থানীয়রা। বাঘটি বালুবাহী ট্রলারে সবার অজান্তে সিলেট থেকে কুমিল্লার মেঘনা উপজেলায় আসে। ২৪ জানুয়ারি জেলা প্রশাসনের নিকট বাঘটি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। পরে কুমিল্লা চিড়িয়াখানায় পুরাতন বাঘের খাঁচায় মেছো বাঘটি রাখা হয়। পরদিন সকালে খাঁচায় বাঘটি দেখা যায়নি।

চিড়িয়াখানার প্রাণীদের পরিচর্যা কর্মী শাহ আলম বলেন, ডিসি স্যার যে দিন বাঘটি দিয়েছেন, আমরা খাঁচায় রেখেছি। মুরগির গোস্ত পিস পিস করে রাতের খাবার দিয়েছি। পানি দিয়েছি। সকালে এসে দেখি বাঘ নাই। খাঁচার ভেতর বাঘ থাকার ছোট ঘর আছে, সে ঘরে গিয়েও দেখি নাই।

কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার মো. আনিছুর রহমান জানান, যে দিন বাঘ খাঁচায় রাখা হয়েছে, সে রাতেই পালিয়েছে। তবে খাঁচায় তেমন কোন ফাঁকা নেই। আমাদের ধারণা উপরের দিকে কিছুটা ফাঁকা আছে। যেহেতু খুবই ছোট হয়তো, রড বেয়ে উপরে উঠে উপরের অংশ দিয়ে চলে গিয়েছে।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, চিড়িয়াখানায় জনবল সংকট আছে, রয়েছে বাজেট স্বল্পতা। বাঘটি দেওয়ার পর যেভাবে দেখাশোনা, পরিচর্যার দরকার ছিলো সেভাবে তা না করার ফলেই বাঘটি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।

শেয়ার