মাগুরা ০৯ ডিসেম্বর মাগুরা-ঝিনাইদহ সড়কের রাউতড়া নামক স্থানে আজ শুক্রবার ভোর ৪ টার সময় সড়ক দূর্ঘটনায় ২ র্যাব সদস্যসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
নিহত ২ র্যাব সদস্য হলেন কর্পোরাল আনিসুর রহমান (৩৮) ও কনেষ্টবল ফারুক হোসেন (৩৮)। অপরজন পিকআপ চালক তার পরিচয় জানা যায়নি।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, মাগুরাগামী মাদক বহনকারী একটি পিকআপ কে র্যাব সদস্যরা চেকপোষ্টে দাড়ানোর নির্দেশ দিলে সেটি পালিয়ে গেলে র্যারের গাড়ি তাদের পিছু ধাওয়া করে। এইসময় মাগুরা সদর উপজেলার রাউতড়া নামকস্থানে র্যাবের গাড়ি ও পিকআপটি দূর্ঘটনায় পতিত হলে এই দূর্ঘটনা ঘটে। ফলে ২ র্যাব সদস্য ও পিকআপ চালক ঘটনাস্থলে নিহত হয়।
আহত র্যাব সদস্য নাজমুল হোসেনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। লাশ মাগুরা ২৫০ শষ্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মাগুরা থাানায় পৃথক দুইটি মামলা হয়েছে।