ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে সৃষ্টির পায়তারার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমের এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম, আবু হানিফা রঞ্জু , সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ বক্তব্য রাখেন।
বিএনপি ও তাদের দোসর জামাত শিবির চক্র আবারও দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এর দাত ভাঙ্গা জবাব দেয়ার জন্য আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহ্বান জানান বক্তারা ।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।