Top

বোদা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা

১৩ ডিসেম্বর, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
বোদা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরনবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৩ ডিসেম্বর বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উি স্থত ছিলেন।

বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা র সভাপতিত্বে সভায় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানে সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, নির্বাচনে অংশগ্রহনকারী মেয়র, সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।

শেয়ার