‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসী আনবো মর্যাদা ও নৈতিকতাৎ- এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে তথ্যসেবা কর্মকর্তা মোছঅঃ শারমিন রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থার ফ্রেন্ডশিপের ম্যানেজার (ফিন্ড অপারেশন) মোঃ শফিয়ার রহমান প্রমুখ।