Top

রূপগঞ্জে শীতার্তের মাঝে আওয়ামী লীগ নেতার শীতবস্ত্র বিতরণ

১৮ ডিসেম্বর, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
রূপগঞ্জে শীতার্তের মাঝে আওয়ামী লীগ নেতার শীতবস্ত্র বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

১৫শত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনছর আলী।

প্রতি বছরের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি’র নির্দেশে (১৮ ডিসেম্বর) রবিবার বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অসহায়, দরিদ্র, শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি’র একান্ত সহকারী সচিব এমদাদুল হক দাদুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহান মিয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,নবী হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মুরাদ হাসান,আবু তাহের,রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুল,সাইফুল ইসলাম মামুন,সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে আনছর আলী সাংবাদিকদের বলেন, আমার রাজনৈতিক অভিভাবক, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি স্যারের নির্দেশে ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছি। তারই ধারাবাহিকতায় এলাকার গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে এ ধরনের সহায়তা আরো বাড়ানো হবে

শেয়ার