জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ্য অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্যের বাসায় এ চেক হস্তান্তর করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এসময় ২৭ জন দুস্থ্য অসহায়দের মাঝে মোট ১২ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।