Top

দশ বছর অতিবাহিত হবার পরেও নগরীতে গড়ে ওঠেনি সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা

২১ ডিসেম্বর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
দশ বছর অতিবাহিত হবার পরেও নগরীতে গড়ে ওঠেনি সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা
রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি করপোরেশনের দশ বছর অতিবাহিত হবার পরেও নগরীতে গড়ে ওঠেনি সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্যের দুর্গন্ধে নাকাল পথচারী, এলাকাবাসী।

অন্যদিকে রংপুরবাসীর স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সিটি করপোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে দৈনিক ১৩০ টনেরও বেশি বর্জ্য তৈরি হয় । দেশের দ্বিতীয় বৃহত্তম রংপুর সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বলতে আছে কেবল একটি ডাম্পিং স্টেশন।

সেখানেও নেই সঠিক ব্যবস্থাপনা ২০৭ বর্গ কিলোমিটারের সিটি করপোরেশনের আবর্জনা অপসারণে আছে ৩২টি ট্রাক, দুটি করে স্কিম স্টেয়ার লোডার, স্কাভেটর ও ৮৯টি ট্রলিভ্যান, যা বিরতিহীনভাবে দৈনিক ১২ ঘণ্টা কাজ করে। কিন্তু এতেও সমস্যার সমাধান মেলেনি।

একমাত্র ডাম্পিং ব্যবস্থাটিতেও রয়েছে অব্যবস্থাপনায়। নেই সীমানাপ্রাচীর, ফলে ময়লা নিয়ে শহরের রাস্তা নোংরা করছে বিভিন্ন প্রাণী। নগরবাসী বলছে ১০ বছরেও চোখে পড়েনি রংপুর সিটির সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা।নগরীর শালবন এলাকার গৃহবধু সম্পা হোসেন জানান, বাড়ির ময়লা ফেলার জন্য দুরে কোথায় ডাস্টবিনে যেতে হয়।

বাসা-বাড়ির ময়লা-আবর্জনা নিয়ে খুব সমস্যায় থাকি।আশপাশে কোথাও ময়লা ফেলার ব্যবস্থা নেই। বাড়ির কাছে ডাস্টবিন না থাকায় অনেক সময় উপায় না পেয়ে বাড়ির পাশে এসব ময়লা-আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছে অনেকে।রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে নগরবাসীকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সহায়তা করবে কর্তৃপক্ষ এমন আশা করছেন নগরবাসী।

অন্যদিকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নগরীজুরে চলছে মনোনীত প্রার্থীদের প্রচারণা। সেই সঙ্গে মেয়র নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনাসহ সিটির সব অসুবিধা সমাধানের আশ্বাস মেয়র প্রার্থীদের। তারা বলছেন তাদের নির্বাচনী ইসতেহারে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার প্রতিশ্রুতি। যাতে করে রংপুরবাসীকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে না পরতে হয়।

রংপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা, রুহুল আমিন মিয়া জানান,সকালে ও দুপুরে নগরীর বিভিন্ন স্থান সিটি করপোরেশনের ট্রাকযোগে ময়লা-আবর্জনা সংগ্রহ করে নগরীর একটি নিদৃষ্ট স্থানে নিয়ে গিয়ে ডাম্পিং করতে হয়।গত ৫ বছরে রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন খ্যাতে বরাদ্দ ছিলপ্রায় ছয় কোটি টাকা। ২০১২ সালের ২৮ জুন গঠন হয় এই সিটি করপোরেশন। নগরীর ৩৩টি ওয়ার্ডে বসবাস করছে প্রায় ১০ লাখ মানুষ।

 

 

শেয়ার