Top

শরীয়তপুরে অনাবাদি ও পতিত জমিতে চাষাবাদের জন্য প্রান্তিক কৃষকদের প্রণোদনা

২২ ডিসেম্বর, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ
শরীয়তপুরে অনাবাদি ও পতিত জমিতে চাষাবাদের জন্য প্রান্তিক কৃষকদের প্রণোদনা
শরীয়তপুর প্রতিনিধি :

এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করার জন্য জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর এর উদ্যোগে চরাঞ্চলের অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার জন্য প্রান্তিক কৃষকদের প্রণোদনা (বীজ,সার) ও প্রশিক্ষণ এবং উৎসাহিত করা হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বার) শরীয়তপুর নড়িয়া উপজেলা এ কার্যক্রম চালু করা হয়। এ সময় সমগ্র উপজেলায় প্রায় ২৪৩০ হেক্টর পতিত জমি চাষের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে আজ নশাসন ইউনিয়নের প্রায় ২৭ হেক্টর জমিতে চাষাবাদ শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ। উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান বলেন বর্তমান প্রেক্ষাপটে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনা ও কৃষি বিপ্লব ঘটানোই এ উদ্যোগের লক্ষ্য।

শেয়ার