নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের ১৬ সদস্যের মেয়ের বিয়েতে নগদ টাকা সহায়তা দিয়েছেন জাতীয় শ্রমিক লীগ নীলফামারী জেলা শাখার নেতা ও সভাপতি নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দেওয়ান মুজিবুদ্দৌলা জকি
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে সংগঠনের ১৬ সদস্যের মেয়ের বিয়েতে নগদ টাকা প্রদান করেন।
বিগতে ২০২১ সালের কমিটিতে সভাপতি আকতার হোসেন বাদল থাকা কালিন প্রতিটি সদস্যের মেয়ের বিয়েতে প্রতি জনকে তিন হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও আকতার হোসেন বাদল মৃত্যুর পর সদস্যদের মেয়ের বিয়েতে অনুদানের টাকা দেওয়া হয়নি। বর্তমান কমিটির সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি। মানবিক দিক বিবেচনা করে আগে যারা টাকা পাননি তিন হাজার টাকাসহ প্রতিটি সদস্যকে সাত হাজার করে টাকা প্রদান করেন।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হওয়ার পর থেকে ইউনিয়নের শ্রমিকদের মেয়ের বিয়েতে নগদ টাকা দিয়ে আসছেন দেওয়ান মুজিবুদ্দৌলা জকি। এখন পযর্ন্ত ৫৭ শ্রমিকের মেয়ের বিয়েতে নগদ অর্থ দিয়েছেন তিনি।
এসময় দেওয়ান মুজিবুদ্দৌলা জকি বলেন, ইউনিয়নের প্রতিটি সদস্য আমার পরিবারের একজন, আমি তাদের কখনোই শ্রমিক মনে করি না। তারা আমার ভাই, তারা আমার রক্তের এইটি অংশ, আর ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসবে এটাই স্বাভাবিক।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম ইউনিয়নের প্রতিটি সদস্যের বিপদে-আপদে আমার সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকবো, এর আগেও আমার ভাইদের মেয়ের বিয়েতে আমি আমার সাধ্যমত নগদ টাকা দিয়ে পাশে ছিলাম। আজও যখন তারা আমার কাছে এসেছে তাদেরকে নিরাশ করিনি। এক সাথে ১৬ জনের মেয়ের বিয়েতে নগদ টাকা দেওয়া চারটি খানি কথা নয়।
তিনি আরোও বলেন, আমার আগেও সভাপতির দায়িত্ব পালন করেছে অনেক কিন্তু আমার শ্রমিক ভাইদের বিপদে-আপদে কেউ পাশে ছিলো না। বিগত দিনের সভাপতিরা শুধু ভোট নিয়ে গেছে, শ্রমিকদের পাশে কখনোই ছিলোনা। তাদের মত কমকান্ড আমি কখনোই করবো না, কারণ আমার প্রথম পরিচয় আমি একজন শ্রমিক, আর একজন শ্রমিক ঠিক এ বুঝে আরোকজন শ্রমিকের দুঃখ দুর্দশার কথা। আমি আমার ভাইদের উদ্দেশে বলবো আপনাদের দেওয়া ভোটে আমি নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছি। আপনাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি তা পালন করতে বদ্ধ-পরিকর।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নীলফামারী জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, নীলফামারী জেলা শ্রমিকলীগ ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।