Top

নির্বাচনে অংশ নেওয়ায় রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন বহিষ্কার

২৪ ডিসেম্বর, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
নির্বাচনে অংশ নেওয়ায় রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন বহিষ্কার
রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ায় রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বও রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ ২১নং ওয়ার্ড থেকে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে অংশ নির্বাচনে নিয়েছেন। দীর্ঘ দিন থেকে বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়ে এসেছিলেন।

সিটি নির্বাচনে কেন্দ্রীয় যুবদলসহ বিএনপির শীর্ষ স্থান থেকে মনোনয়ন প্রত্যাহারসহ নির্বাচন থেকে সরে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসায় দলের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক বলে তাকে যুবদলের সাধারণ সম্পাদকসহ প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়। এ সংক্রান্ত নির্দেশনামা কেন্দ্রীয়ভাবে শুক্রবার জারি করা হয়েছে।

এ বিষয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ জানান, বহিষ্কারের বিষয়ে আমি কোনো চিঠি পায়নি। যেহেতু দীর্ঘদিন দল করি আমার পক্ষে- বিপক্ষে লোকজন আছে তারাই হয়তো বা কোন কিছু করতে পারে। তবে নির্বাচনে আমার পজিশন অনেক ভালো, আমি জয়ী হতে পারবো ইনশা-আল্লাহ। আগামী ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন থাকায় সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও মহানগর বিএনপি এর পরিবর্তে আগামী ৩০ ডিসেম্বর ওই কর্মসূচি পালন করবেন।

শেয়ার