কুড়িগ্রামের চিলমারীতে তিন কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, রোববার সকাল পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানকারী দল রমনা মডেল ইউনিয়নের খেউনিপাড়া গ্রামস্থ হরিছড়ি জামেরতল ঘাটের কাঁচা রাস্তার উপর হতে মাদক বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের সাইদুর ইসলামের ছেলে হামিদুল ইসলাম (২৩) ও নাগেশ্বরী উপজেলার বগুলারকুটি গ্রামের মমিনুল ইসলাম (২১)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাহেদ খান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, জুয়া ও মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।