Top

নীফলামারীতে পরচুলা চুরি করতে গিয়ে কথিত এসপি সুমি আটক

২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
নীফলামারীতে পরচুলা চুরি করতে গিয়ে কথিত এসপি সুমি আটক
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

উত্তরা ইপিজেডের পরচুলা চুরি করতে গিয়ে সুমি চৌধুরী নামে কথিত এক এসপিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এভারগ্রীণ নামের একটি পরচুলা কোম্পানিতে চুরির ঘটনাটি ঘটে।

সুমি দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে। সে তাঁর ফেসবুক আইডিতে এসপি পদবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যবহার করেছে।

নীলফামারী সদর থানা পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন থেকেই পরচুলা চুরির সাথে জড়িত সুমিকে নজরদারিতে রেখেছে ওই কোম্পানির কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা। এর মধ্যেই মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এভারগ্রীন কোম্পানির নিরাপত্তাকর্মীরা তাকে তল্লাশি করে প্রায় ৩ কেজি ২শ গ্রাম উন্নতমানের পরচুলাসহ আটক করে। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। পরে কোম্পানির পক্ষ থেকে নীলফামারী সদর থানায় সুমির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কথিত এসপি সুমীর এলাকা খানসামায় শুরু হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। কেননা এই ঘটনার পূর্বে সুমীর লাইফস্টাইল ছিল সন্দেহজনক। তার জীবন-যাপন ও সংসার পরিচালনা ছিল উচ্চবিলাসী। বিগত ৩-৪ বছর থেকে এই অপকর্মের মাধ্যমে সে প্রচুর অর্থ-বিত্তের মালিক হয়েছে বলে এলাকাবাসী জানায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম আজকের পত্রিকাকে জানান, বিকেলে গ্রেফতারকৃত সুমীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার