Top
সর্বশেষ

টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের ঘোষণা মিয়ানমারের

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের ঘোষণা মিয়ানমারের
আন্তর্জাতিক ডেস্ক :

ফেসবুকের পর এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে মিয়ানমার। দেশটির প্রধান ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনরের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি সহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়।

ফেসবুক বন্ধের পর দেশটির যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় জানায়, ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ও তথ্য ছড়িয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছে কিছু মানুষ।

শেয়ার