Top
সর্বশেষ

মতলব উত্তরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

২১ জানুয়ারি, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
মতলব উত্তরে বিনামূল্যে গাছের চারা বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তরে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফ মিয়াজির উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে দেশী ও বিদেশী জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক হিল্লোল চাকমা, থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সেলিম খান।

সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজির সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান হারনের পরিচালনায় আর বক্তব্য দেন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য গাচের চারা বিতরণ করা হয়েছে।

এনজে

শেয়ার