Top

চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড

১৯ জানুয়ারি, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর জেলা পুলিশের নিয়মিত মাষ্টার প্যারেড সম্পন্ন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স মাঠে প্যারেড কমান্ডার সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ রিজওয়ান সাঈদ জিকুর নেতৃত্বে অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর’সহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জগণদের।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এম জি

শেয়ার