সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৯ বারে ২ লাখ ১৭ হাজার ১৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৮ বারে ৭৭ হাজার ৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৩৭ বারে ৩১ লাখ ৫৬ হাজার ৮৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– ফাইন ফুডসের ৫.৩০ শতাংশ, আফতাব অটোসের ৪.৬০ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৩.৯৮ শতাংশ, নিউ লাইনের ৩.৮০ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৩.৬৪ শতাংশ এবং ঢাকা ডায়িংয়ের ৩.৪১ শতাংশ দর কমেছে।
এসকেএস