Top

সড়ক পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হলেন জামিয়ার রহমান

০২ জানুয়ারি, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
সড়ক পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হলেন জামিয়ার রহমান
শিমুল খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন নীলফামারির মো, জামিয়ার রহমান।

গত শুক্রবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জামিয়ার রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

দায়িত্ব পেয়ে জামিয়ার রহমান বলেন, র্দীঘ দিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের রাজনীতি করে আসছি, এই রাজনীতি পদ-পদবীর জন্য নয়, এই রাজনীতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি, এই রাজনীতি গণতন্ত্রের, এই রাজনীতি দেশ নায়ক তারেক রহমানের, এই রাজনীতি বেগম জিয়ার মুক্তির রাজনীতি।

জামিয়ার রহমান আরো বলেন, এটা দারুণ অনুভূতি। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার কাছে আকাশ চুম্বি পরিমানের মত দায়িত্ব। সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আগামীর আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিচ্ছি।

 

শেয়ার