ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শুক নদীর তীরের কৃষি জমি কেটে অবাধে চলছে রমরমা মাটির ব্যবসা। রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর ডাঙ্গাপাড়া নামক এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি নদীর তীর থেকে অবৈধভাবে দেদারসে এসব মাটি কেটে বিক্রি করছে। আর ইট ভাটার মালিক আব্দুস সালামের ইট ভাটায় তারা এ মাটি সরবরাহ করছে।
ইটভাটার মালিক এসব মাটি ক্রয় করছেন। নদীর তীরের মাটি কাটার ফলে হুমকির মুখে পড়েছে নদীর তীর। বর্ষ মৌসুমে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ঐসব এলাকা পানিতে ডুবে যাওয়ারও আশংকা দেখা দিয়েছে। শুধু তাই নয়, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা প্রকল্পের কাজও ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ভবিষ্যতে নদীর তীরবর্তী জনপদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাদী জমি হুমকির মূখে পড়বে।
৫ জানুয়ারি বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর ডাঙ্গাপাড়া এলাকায় শুক নদীর তীর কেটে সারিবদ্ধ ট্রলিতে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকায় নদীর তীরবর্তী এলাকা সমূহ নদীর পানির সমান হয়ে যাচ্ছে। এতে সামান্য পানি বৃদ্ধির সাথে সাথে এসব জমি নদীর সাথে মিশে গোটা এলাকা নদী হয়ে যাচ্ছে ।
ট্রলিতে মাটি কাটার ছবি তুলতে দেখে ঐএলাকার আলাউদ্দীন, লাল বানু সহ বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে বলেন, নদীর এই তীরটি আমাদের গ্রামের সুরক্ষাকবচ হিসেবে কাজ করছে। এভাবে তীর থেকে মাটি কেটে নিয়ে গেলে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণসহ হুমকির মুখে পড়বে আশে পাশের বিভিন্ন এলাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আমি উক্ত এলাকা পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় মামলা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।