Top

রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

০৯ জানুয়ারি, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম।

সোমবার (৯ জানুয়ারি) দিনব্যাপী ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের টাংগন ব্যারেজ থেকে বড়দেশ্বরী হাট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার ক্যানেলের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ২ শতাধিক অবৈধ স্থাপনা (দোকান) এবং ৫০ টিরও বেশি বসতবাড়ী, মসজিদ, শালবাহান মুরগির ফার্মের প্রাচীর উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয় ও আগেই নোটিশ দেওয়া হয়। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা চিহ্নিত করা হয়। উচ্ছেদ অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিমসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

 

শেয়ার