শীত নিবারনের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিটে বুল্লি নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই শীতে অগ্নি দগ্ধ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো।
বুধবার সকালে বিষটি নিশ্চিত করেন রংপুর মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ।তিনি বলেন, মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ি থেকে শরীরের প্রায় ৮০শতাংশ দগ্ধ নিয়ে বুল্লি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী ভর্তি হন। মূলত তার শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভর্তির কয়েক ঘন্টা পরেই তার মৃত্যু হয়।
ডাঃ পলাশ বলেন, চলতি শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বর্তমানে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ১৫ জন চিকিৎসাধীন আছেন । তাদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এবারে শীতের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০ জন রোগী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ভর্তি হন। এরমধ্যে মারা যান বুল্লি বেগমসহ তিনজন নারী।