Top
সর্বশেষ

মিরসরাইয়ে ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

১১ জানুয়ারি, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
মিরসরাইয়ে ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

বুধবার (১১ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ওই অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, মেসার্স জোবেদা ফার্মেসী, রহমানিয়া ফার্মেসী এবং আরাফ ফার্মেসীকে তাদের লাইসেন্স দৃশ্যমান না রাখা, অনুমোদনহীন ওষুধ ও খাদ্যদ্রব্য বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য ফার্মেসী গুলোকে সর্তক করা হয়েছে।

শেয়ার