গাজীপুরের ভবানীপুর (বেপারীপাড়া) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক আমিনুল ইসলাম ও তার স্বজনদের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে জয়দেবপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম (৪১) জয়দেবপুর থানার ভবানীপুর (বেপারীপাড়া) এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি গাজীপুরের স্থানীয় দৈনিক আজকের জনতা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। ১৯ জানুয়ারী (রবিবার) দুপুরে অভিযুক্তরা তার বাড়ীতে এসে হামলা করে। হামলায় সাংবাদিক ও নারীসহ চারজন আহত হয়েছে।
অভিযুক্তরা হলো একই এলাকার বিল্লাল বেপারীর ছেলে জাহিদ (২৫), জহিরুল ইসলাম (৩০) এবং মৃত হেকিম বেপারীর ছেলে বিল্লাল বেপারী (৫০)।
ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত আমাদের ভোগদখলীয় জমি জোরপূর্বক অবৈধভাবে দখলে নেয়ার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছে। ওই জমিতে ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছি। ১৯ জানুয়ারী (রবিবার) দুপুরে অভিযুক্ত বিল্লাল বেপারী, তার ছেলে জহিরুল ইসলাম, জাহিদ এবং তাদের ২/৩ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ভোগ দখলীয় বাড়ীর প্রবেশ মুখে জোরপূর্বক পিলার স্থাপন করার চেষ্টা করে। এসময় বাধা দেওয়ায় অভিযুক্তরা হুমকি দিলে বাসায় ফিরে আসি। একইদিন দুপুর সোয়া ২টার দিকে অভিযুক্তরা বাড়ীর সামনে এসে আমাদেরকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালিগালাজের কারণ জিজ্ঞাসা করলে হামলাকারীরা আমাকেসহ আমার স্ত্রী রাজিয়া সুলতানা পাপিয়া, ভাই নুরুল ইসলাম এবং ফুফাতো ভাই হারুনকে পিটিয়ে আহত করে। প্রতিবেশীরা গুরুতর আহত নুরুল ইসলামকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত বিল্লাল বেপারী ও তার ছেলে জাহিদকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না কারয়া এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সাংবাদিকসহ তার পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
এনজে