ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে বুধবার (১১জানুয়ারি) ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এদিন সকালে ওই মাঠে এ মেলার শুভ উদ্বোধন করেন রাণীশংকৈল ইউএনও প্রতিনিধি সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা। তাঁর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল হক, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী ও প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আকতার।
আরো বক্তব্য দেন,প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, আইসিটি সহকারী প্রোগামার মিজানুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়। মেলায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ১৭ টি স্টল স্থান পেয়েছে। এদিন দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ মেলা পরিদর্শন করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধনের প্রথমদিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।